মঙ্গলবার, ২২ মে, ২০১৮ ০০:০০ টা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ফের মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ফের মাদুরো

আরও ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। তবে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দলগুলো। তারা ভোটে কারচুপির অভিযোগ এনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে। ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেকট্রোরাল কাউন্সিল (সিএনই) রবিবার জানায়, ৯২ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে, যার মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারার সমর্থক ও প্রয়াত নেতা হুগো শ্যাভেজের উত্তরসূরি নিকোলাস মাদুরো ৬৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব্বী হিসেবে হেনরি ফ্যালকন পেয়েছেন মোট ভোটের ২১ দশমিক ২ শতাংশ ভোট। আর ১০ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে তৃতীয় হয়েছেন হাভিয়ের বারটুচ্চি। নির্বাচন কমিশন জানায়, মোট ভোট পড়েছে ৪৬ দশমিক ১ শতাংশ। তবে প্রধান বিরোধী দলের প্রার্থী হেনরি ফ্যালকন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা এই নির্বাচনকে বৈধ বলে স্বীকার করছি না। ভেনেজুয়েলায় নতুন নির্বাচন দিতে হবে।’ এএফপি

সর্বশেষ খবর