বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

জেরুজালেমে মার্কিন দূতাবাস প্রশ্নে যুক্তরাজ্যের দ্বিমুখিতা?

মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর নিয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। কিন্তু তা পুরোপুরি বর্জন করা হচ্ছে না। ব্রিটিশ কর্মকর্তারা ভবিষ্যতে নতুন ওই দূতাবাসটিতে আয়োজিত বৈঠকে অংশ নেবেন। নতুন মার্কিন দূতাবাসটি বর্জন করতে ব্রিটিশ প্যালেস্টাইনিয়ান পলিসি কাউন্সিলের অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী আলিস্তাইর বুর্ত এমন ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ প্যালেস্টিনিয়ান পলিসি কাউন্সিলের সহ সভাপতি কামেল হাওয়াশ আলিস্তাইরের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করেছেন। ব্রিটিশ পররাষ্ট্র দফতরও এখন বলছে, ব্রিটিশ কূটনীতিক ও অন্য প্রতিনিধিরা ওই মার্কিন দূতাবাসের বৈঠকগুলোতে যাবেন। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে দ্বিমুখী আচরণ হিসেবে দেখছে ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে সোচ্চার থাকা সংগঠনগুলো। ১৯৬৭ সালের যুদ্ধে জেরুজালেমকে দখল করে নেয় ইসরায়েল। তারপরেও পূর্ব জেরুজালেমকে নিজেদের দেশের রাজধানী করতে চায় ফিলিস্তিনিরা। কিন্তু ইসরায়েল পুরো জেরুজালেমকেই তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়।

সর্বশেষ খবর