শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

নাজিবের ফ্ল্যাটে তিন কোটি ডলার

নাজিবের ফ্ল্যাটে তিন কোটি ডলার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়ি ও মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে নগদ অর্থসহ প্রায় তিন কোটি ডলার মূল্যের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। গত সপ্তাহে নাজিব রাজাকের বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালিয়ে ওই সব সম্পদ জব্দ করা হলেও এগুলোর আর্থিক মূল্য কত তা পরে বলা হবে বলে জানানো হয়। গতকাল সেই হিসাব প্রকাশ করেছে দেশটির সরকার।

পুলিশ জানায়, গত সপ্তাহে নাজিবের বাড়ি এবং অন্যান্য সাইটের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়। পাওয়া যায় ৪০০টিরও বেশি বিলাসবহুল ব্যাগ। সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা অমর সিং বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরনের মুদ্রা রয়েছে। এই অর্থের পরিমাণ ১১৪ মিলিয়ন রিঙ্গিত (২ কোটি ৮৬ লাখ ডলার)। ৩৫টি ব্যাগে এই অর্থ পাওয়া যায়। অপর ৩৭টি ব্যাগে ঘড়ি ও অলঙ্কার ভর্তি। নাজিবের বিরুদ্ধে অভিযোগ, ৭০ কোটি ডলার আত্মসাৎ করেছেন তিনি। নির্বাচনের আগে বিরোধী জোটও ক্ষমতায় এলে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জয়ী হওয়ার পর ১০ মে শপথ নিয়ে মাহাথিরের নেতৃত্বে বিরোধী জোট ক্ষমতা নিয়েই নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুনঃতদন্তের নির্দেশ দেয়। মাহাথির মনে করেন, পুনরায় তদন্ত হলে আত্মসাৎ হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা যাবে। নাজিবের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। বিবিসি।

সর্বশেষ খবর