সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্প-কিম বৈঠক নিয়ে আবার আশার আলো

‘চিরস্থায়ী শান্তির শাসনের সম্ভাবনা রুদ্ধ করা উচিত নয়’

ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের বিষয়ে। দিন দুয়েক আগে ওই বাতিল ঘোষণার পর ট্রাম্প আবার ইঙ্গিত দিয়েছেন বৈঠক হবে এবং ১২ জুনেই। মার্কিন স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে একটি টুইটে ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনার সম্ভাবনা রয়েছে।’ এর বাইরে ট্রাম্প বিস্তারিত কিছু না বললেও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস জানিয়েছেন, দুই দেশের কূটনীতিকরা সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে এখনো কাজ করে চলেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেছেন, কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠক ‘সম্পূর্ণ’ করার বিষয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন মুন জায়ে ইন। সিউলের ওই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মুন জানান, শনিবার উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত ‘হতে হবে’ বলে তিনি ও কিম একমত হয়েছেন। শনিবার বিকালে দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক গ্রাম পানমুনজোমে উত্তর কোরিয়ার নেতা কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন এক আকস্মিক বৈঠকে মিলিত হয়েছিলেন। সংবাদ সম্মেলনে মুন বলেছেন, ‘চেয়ারম্যান কিম ও আমি একমত হয়েছি, ১২ জুনের শীর্ষ সম্মেলন সাফল্যজনকভাবেই হওয়া উচিত এবং উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণের অভিষ্ট এবং চিরস্থায়ী শান্তির সম্ভাবনা রুদ্ধ করা উচিত নয়।’ যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠককে কেন্দ্র করে সপ্তাহজুড়ে চলা কূটনৈতিক উত্থান-পতনের পর পানমুনজোমের বৈঠকটি ঘটনায় সর্বশেষ নাটকীয় মোড় সৃষ্টি করেছে। মূলত এ বৈঠকের পর ট্রাম্পও বৈঠকের ব্যাপারে ইতিবাচক হয়েছেন। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর