সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

শিগগিরই সিঙ্গাপুর যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিমের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়ে শিগগিরই সিঙ্গাপুর যাচ্ছে হোয়াইট হাউসের একটি প্রতিনিধি দল। আগামী দু-তিন দিনের মধ্যে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে তাদের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু উত্তর কোরিয়া জানায় তারা ওই বৈঠক হওয়ার ব্যাপারে আগ্রহী ও আশাবাদী। এরপরই ফের মত পাল্টানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি দল সিঙ্গাপুর যাচ্ছেন। তারা নিরাপত্তাসহ অন্যান্য বিষয়গুলো দেখবে। মার্কিন সাময়িকী পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ৩০ জন কর্মকর্তা এ সপ্তাহের শেষের দিকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ খবর