শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

ল্যাপটপ চালানো না শিখলে মন্ত্রিত্ব বাতিল

ক্ষমতার শীর্ষে থাকবেন আর আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে সংযোগ থাকবে না তাহলে হবে না। আধুনিক তথ্যপ্রযুক্তিকে আরও বেশি সহজসাধ্য করেছে ল্যাপটপ। কিন্তু নেপালের অনেক মন্ত্রীই ল্যাপটপ ব্যাবহার করতে জানেন না। তাই মন্ত্রীদের ল্যাপটপ ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে কড়া নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। আর এজন্য ছয় মাস সময় বেধে দেওয়া হয়েছে। অন্যথায় পদ হারাবেন মন্ত্রীরা। কে পি শর্মা গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দফতর আগামী ছয় মাসের মধ্যে ‘পেপারলেস’ করে গড়ে তোলা হবে। নেপালের কাঠমাণ্ডুতে বুধবার জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী পরিষদের কেউ যদি ল্যাপটপ চালাতে না পারে, তাহলে তাকে পদচ্যুত করা হবে। তিনি আরও বলেন, আমি এরই মধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছি, ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রী দফতরকে কাগজবিহীন করব। কাঠমান্ডু পোস্ট।

সর্বশেষ খবর