বুধবার, ৬ জুন, ২০১৮ ০০:০০ টা

প্লাস্টিক দূষণ থেকে বাঁচতে ৫০ দেশের পদক্ষেপ

প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যের দূষণ কমিয়ে আনতে ৫০টি দেশ পদক্ষেপ নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ শিগগিরই একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক নিষিদ্ধ করতে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি। খবর বিবিসির। শ্রীলঙ্কা নিষিদ্ধ করতে যাচ্ছে খাদ্যপণ্যের ‘ওয়ান টাইম প্যাক’ বানানোর জন্য ব্যবহৃত স্টিরিওফোম; জৈব পদ্ধতিতে পচানো যাবে এমন ব্যাগ ব্যবহারের ওপর জোর দেওয়ার উদ্যোগ নিয়েছে চীন।

এসব পদক্ষেপের পরও নদী ও সমুদ্রে বিপুল পরিমাণ প্লাস্টিকের প্রবাহ কমাতে অনেক কিছুই করা প্রয়োজন বলে সতর্ক করেছে জাতিসংঘ। অনেক দেশ প্লাস্টিক বর্জ্য কমাতে ভালো ভালো নীতি নিলেও প্রয়োগের ঘাটতির কারণে তা ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য সংস্থাটির। অনেক উন্নয়নশীল দেশেই প্লাস্টিকের ব্যাগ নর্দমা আটকে দিয়ে বন্যার সৃষ্টি করছে।

সর্বশেষ খবর