Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুন, ২০১৮ ২৩:১১
ড্রিমারদের সুরক্ষায় বিল আসছে

শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দিতে ‘ড্রিমার’ কর্মসূচি ঘোষণা করেছিল ওবামা প্রশাসন। কিন্তু সেই ড্রিমার বন্ধ করতে মরিয়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে বিরোধ আছে। তবে সেই ‘ড্রিমারদের’ সুরক্ষার জন্য আগামী সপ্তাহে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে দুটি বিল আনতে যাচ্ছেন স্পিকার পল রায়ান। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের মধ্যে নির্বাচনের বছরের মতবিরোধ নিরসনের উদ্যোগ হিসেবে এই বিল আনা হচ্ছে। শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যারা এক সময় পাড়ি দিয়েছিল। মার্কিন প্রশাসন এক সময় তাদের নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরে প্রেসিডেন্ট বারাক ওবামা ওই অভিবাসীদের কাজের অনুমতি দিতে ‘ড্রিমার’ কর্মসূচি ঘোষণা করে। এর আওতায় কয়েক লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো থেকে বিরত ছিল হোয়াইট হাউস। তাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছিল। এ কর্মসূচির দাফতরিক নাম ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ)। এ কর্মসূচির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস, পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ পান প্রায় ৭ লাখ তরুণ। এই তরুণদের বলা হয় ‘ড্রিমার’।

এই পাতার আরো খবর
up-arrow