শুক্রবার, ১৫ জুন, ২০১৮ ০০:০০ টা

পরস্পরের আমন্ত্রণ গ্রহণ করলেন ট্রাম্প ও কিম

পরস্পরের আমন্ত্রণ গ্রহণ করলেন ট্রাম্প ও কিম

নতুন দিগন্তের শুরু হচ্ছে অবশেষে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পরস্পরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আর দুজনই পরস্পরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বুধবার এ তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। এর মাধ্যমে চির বৈরী কোরীয় উপদ্বীপে রাতারাতি পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে বলে দাবি তাদের। কেসিএনএ তাদের প্রতিবেদনে বলেছে, গত মঙ্গলবার সিঙ্গাপুরে বৈঠকের সময় কিম ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আর ট্রাম্প কিমকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুই নেতাই সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। দশকের পর দশক বিশ্ব দেখেছিল কোরীয় উপদ্বীপে যুদ্ধের ঝনঝনানি। কিন্তু গত মঙ্গলবার বিশ্ব দেখল, যুদ্ধের ঝনঝনানি হয়ে উঠেছে শান্তির সুর।

একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, কথার লড়াই, পাল্টাপাল্টি হামলার হুমকি সবকিছুকে পেছনে ফেলে দুই নেতা সিঙ্গাপুরে পরস্পরের মুখোমুখি হয়েছেন।

সর্বশেষ খবর