বুধবার, ২০ জুন, ২০১৮ ০০:০০ টা

চীন সফরে কিম

চীন সফরে কিম

ঘনিষ্ঠ মিত্র দেশ চীনে চলতি বছরে তৃতীয়বারের মতো সফরে  গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দুদিনের এক সফরে মঙ্গলবার চীনে পৌঁছেছেন বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের এক সপ্তাহ পর চীন গেলেন কিম। ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের আগেও চীন সফর করেছিলেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এই চেয়ারম্যান। সিঙ্গাপুরের বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে এক যৌথ ঘোষণায় ‘কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে কাজ করে যাওয়ার’ অঙ্গীকার করেছেন তিনি।

এদিকে গতকাল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ট্রাম্পের আদেশের পর পরবর্তী যৌথ সামরিক মহড়াগুলো বাতিল করেছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর