রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

সমাবেশে গ্রেনেড হামলা রক্ষা পেলেন প্রধানমন্ত্রী

সমাবেশে গ্রেনেড হামলা রক্ষা পেলেন প্রধানমন্ত্রী

আবি আহমেদ

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক রাজনৈতিক সমাবেশে দেশটির নতুন প্রধানমন্ত্রী আবি আহমেদের ভাষণ শেষ হওয়ার পরপরই গ্রেনেড হামলা হয়েছে। গতকাল রাজধানীর মেস্কেল স্কয়ারের ওই সমাবেশে প্রধানমন্ত্রী আবির ভাষণ শেষ হওয়ার কয়েক মিনিট পরই একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটে।

প্রধানমন্ত্রী যেখানে ছিলেন, সেই মঞ্চ লক্ষ্য করে কেউ একজন গ্রেনেডটি নিক্ষেপের চেষ্টা করেছিল বলে রয়টার্সকে জানিয়েছেন জনসভা প্রস্তুতি কমিটির সদস্য সৈয়ম টেশোমে। বিস্ফোরণের পর তাত্ক্ষণিকভাবে তড়িঘড়ি করে আবিকে সরিয়ে নেওয়া হয়। ৪১ বছর বয়সী সাবেক সৈনিক নতুন প্রধানমন্ত্রী আবির প্রতি জনসমর্থন তুলে ধরতে সমাবেশটির আয়োজন করা হয়েছিল। ওই গ্রেনেড বিস্ফোরণে একাধিক নিহত অন্তত ৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ ফিতসুম আরেগা। বিস্ফোরণের কিছুক্ষণ পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আবি বলেছিলেন, ‘কয়েকজন ইথিওপীয় আহত হয়েছেন। কয়েকজন প্রাণও হারিয়েছেন। ইথিওপিয়ার ঐক্য চায় না, এমন শক্তিগুলো ব্যর্থ এ হামলা চালিয়েছে।’ আদ্দিস আবাবার পুলিশ কমিশনের উপপ্রধান গিরমা কাসা রাষ্ট্রীয় ফানা ব্রডকাস্টিং করপোরেশনকে হামলায় ১০০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন; আহতদের মধ্যে ১৫ জনের আঘাত ‘গুরুতর’ বলেও জানিয়েছেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর