রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

তুরস্কের সাধারণ নির্বাচন আজ

তুরস্কের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ দিন একসঙ্গে  প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে নিজেদের রায় দেবেন ভোটাররা। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৬৩২। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাবের কারণে এ নির্বাচনে বিদেশি সাংবাদিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে। ৩৪টি দেশের ৬০০-এর বেশি সাংবাদিক ভোটগ্রহণের খবর সংগ্রহ করবেন। নির্বাচনে মোট আটটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রেসিডেন্ট প্রার্থী ছয়জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনজের মধ্যে। আলজাজিরা।

সর্বশেষ খবর