শিরোনাম
সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

ইরাকে প্রধানমন্ত্রী আবাদির সঙ্গে আল সদরের জোট

ইরাকে প্রধানমন্ত্রী আবাদির সঙ্গে আল সদরের জোট

নতুন সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ও শিয়া নেতা মুক্তাদা আল সদর। গত মাসে সংসদীয় নির্বাচনের পর থেকে চলা রাজনৈতিক টানাপড়েনের পর দ্রুত সরকার গঠনের জন্যই ইরাকের দুই শীর্ষ নেতা এই জোট গঠন করলেন।  ৩২৯ আসনের ইরাকি পার্লামেন্টে সদরের সাইরুন জোট ৫৪টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পায়। আর মাত্র ৪২টিতে জয়ী হয়ে প্রধানমন্ত্রী আবাদির জোট তৃতীয় অবস্থানে থাকে। দ্বিতীয় অবস্থানে থাকা ইরানপন্থি শিয়া নেতা হাদি আল আমিরির দল পেয়েছে ৪৭টি আসন। এর আগে তার সঙ্গেও জোট গঠনের কথা জানিয়েছিলেন আল সদর। মে মাসের নির্বাচনে শীর্ষ তিন দলই শিয়াপন্থি। তারা সবাই মিলে ১৪০টিরও বেশি আসনে জয়লাভ করেছে। দেশটিতে সরকার গঠনের জন্য কমপক্ষে ১৬৫ আসনের প্রয়োজন। তাই সুন্নি আরব ও কুর্দি রাজনীতিকদেরও জোটে টানার চেষ্টা করছে তারা। শনিবার শিয়াদের পবিত্র নগরী নাজাফে তিন ঘণ্টার বৈঠক শেষে আল আবাদি ও আল সদর একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতেই জোট গঠনের ঘোষণা দেন তারা। এতে বলা হয়, নতুন সরকার গঠন ত্বরান্বিত করার জন্য তাদের জোট সাম্প্রদায়িক ও জাতিগত বিভেদ ভুলে গিয়ে কাজ করবে। এ ছাড়া তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের নীতিতে একাত্মতা প্রকাশ করেছেন। আল সদর ২০১১ সাল পর্যন্ত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরে তিনি ইরাকি জনগণের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরেন। আল সদরের জোটে কমিউনিস্ট ও অসাম্প্রদায়িক ইরাকিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা ইরাকে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তা যুক্তরাষ্ট্র বা ইরান যেই হোক।  আর আমিরি ইরাকে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সময় তিনি ইরানে দুই বছর নির্বাসনে ছিলেন।

সর্বশেষ খবর