সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

সৌদি নারীদের মুক্তির আনন্দ

সৌদি নারীদের মুক্তির আনন্দ

রাস্তায় গাড়ি চালাতে পেরে উচ্ছ্বাসের কমতি নেই সৌদি নারীদের — এএফপি

সিনেমা হলে ঢোকার ছাড়পত্র আগেই মিলেছিল, এরপর স্টেডিয়ামে ঢুকে খেলা দেখা। এবার রাস্তায় গাড়ি চালাতেও শুরু করেছেন সৌদি নারীরা। পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব যেখানে মেয়েদের গাড়ি চালানো নিষেধ ছিল। মেয়েদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠে যেতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন সৌদির টিভি সঞ্চালিকা সামার আল মোকরেন। ছোট্ট ছেলের কপালে চুমু খেয়ে মাঝরাতেই নিজের চার চাকার স্টিয়ারিংয়ে হাত রাখলেন। নববিবাহিত এক দম্পতি, একদল তরুণী একগুচ্ছ বেলুন নিয়ে পথ আটকালেন সামারের। ছবি তুললেন তার। দেখালেন ‘থাম্বস আপ’ সাইন। সংবাদ সংস্থাকে সামার বললেন, স্বপ্ন সত্যি হলো মনে হচ্ছে। নিজে যে শহরে বড় হয়েছেন, সেই শহরের রাস্তায় যে গাড়ি চালাবেন তা কখনো ভাবেননি সামার।  দশকের পর দশক ধরে সেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল। মেয়েদের গাড়ি চালানোর ঘোষণা আসে গত বছরের সেপ্টেম্বরে। আর এ মাসের শুরুর দিকে মেয়েদের প্রথম লাইসেন্স দেওয়া হয়। তবে এ নিষেধাজ্ঞা একদিনে বাতিল হয়নি বা এমনি এমনি পায়নি। দেশটিতে অ্যাকটিভিস্টদের ব্যাপক বিক্ষোভ হয়েছে, তাদের আবার ধর-পাকড় করা হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে আটজন নারী অ্যাকটিভিস্টকে আটক করা হয়েছে যারা কাউন্টার টেররিজম কোর্টে বিচারের সম্মুখীন হতে পারেন।  ১৯৯০ সালে রিয়াদে গাড়ি চালানোর জন্য অনেক নারীকে গ্রেফতার করা হয়। তবে ২০০৮ থেকে ২০১১ এবং ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে অনেক নারীকেই দেখা গেছে তারা গাড়ি চালাচ্ছে এমন ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছে। এদিকে আনুষ্ঠানিক এ সিদ্ধান্তের ফলে খুব শিগগিরই হাজার হাজার নারীকে রাস্তায় দেখা যাবে গাড়ি চালাতে। সৌদি আরবের টেলিভিশনের একজন সঞ্চালক সাবিকা আল দোসারি এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, ‘প্রত্যেকটা সৌদি নারীর জন্য এটা একটা ঐতিহাসিক সময়।’ দেশটির শীর্ষ ধর্মীয় নেতাদের কাউন্সিল এ পদক্ষেপকে সমর্থন দিয়েছে। বিবিসি

সর্বশেষ খবর