সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

আলোচনায় বসতে আব্বাসকে হুমকি

আলোচনায় বসতে আব্বাসকে হুমকি

মাহমুদ আব্বাস, জ্যারেড কুশনার

জেরুজালেমে মার্কিন দূতাবাস প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে মানতে নারাজ ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরকারী ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা ও তার জামাতা জ্যারেড কুশনার আর আইনি পরামর্শক জ্যাসন গ্রিনব্লাটের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেয়নি তারা। তবে সফরের শেষদিনে, ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি প্রক্রিয়া’ নিয়ে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন তার ইসরায়েল-ঘনিষ্ঠ জামাতা কুশনার। তিনি হুমকি দিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষিত ওই শান্তি প্রস্তাব নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি না হলে পরিকল্পনাটি জনসম্মুখে ফাঁস করা হবে।  ফিলিস্তিন ও ইসরায়েলবিষয়ক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ঐতিহাসিকভাবেই ইসরায়েল-ঘেঁষা হলেও ওবামা প্রশাসন পর্যন্ত তারা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ার পক্ষে। বিগত মার্কিন প্রশাসনগুলো চাইত, দুই দেশের মধ্যকার সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হোক। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের পাশাপাশি ১৯৬৭ সালের প্রস্তাবিত সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেই অবস্থান তাদের। তবে ট্রাম্প গোটা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। নির্বাচনী প্রচারণার সময় থেকেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নীতির সমালোচনা করে আসা ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই নতুন শান্তি প্রস্তাব তৈরির কথা জানান। মঙ্গলবার কুশনার ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যাস গ্রিনব্লাটকে জর্ডানে অবতরণ করেন। জর্ডান ছাড়াও তারা মিসর, সৌদি আরব, কাতার ও ইসরায়েল সফর করেছেন তারা। এই সফরেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে শান্তি প্রাক্রিয়ায় বসার হুমকি দেন। এএফপি

সর্বশেষ খবর