সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

বিনিয়োগ ভিসা বাতিল করছেন ট্রাম্প

এইচ ১-বি ভিসার পরে এবার ইবি-৫ বা বিনিয়োগ ভিসা নীতি বাতিল চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইবি-৫ ‘ইমিগ্র্যান্ট ইনভেস্টর ভিসা প্রোগ্রাম’ অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের কোনো অনুন্নত এলাকায় ব্যবসা ক্ষেত্রে দশ লাখ ডলার লগ্নি করলে তার বিনিময়ে আমেরিকায় বৈধভাবে বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পেতে পারেন। এই বিনিয়োগের ফলে অন্তত দশজন নাগরিকের কর্মসংস্থান হওয়ার শর্তও পূরণ করতে হয়। কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবি, ইবি-৫ ভিসার আওতায় আমেরিকায় ঢুকেছেন এমন অনেক বিদেশির বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে মার্কিন কংগ্রেসের কাছে এই ভিসা নীতি বদল বা বাতিলের দাবি তুলেছেন ট্রাম্প। চলতি সপ্তাহে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত বিভাগের এক শীর্ষ কর্মকর্তা এল ফ্রান্সিস সিসনা জানিয়েছেন, ইবি-৫ ভিসা নিয়ে বিদেশি নাগরিকরা কালো টাকা সাদা করছেন। এই ভিসা প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বরে। সিসনার কথায়, ‘জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে ও জালিয়াতি রুখতে এই ভিসা নীতি বাতিল প্রয়োজন।’ বিনিয়োগ ভিসার কোটায় প্রতি বছর ১০ হাজার গ্রিনকার্ড দেয় আমেরিকা।

সর্বশেষ খবর