সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মুনানগাগওয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বুলাওয়েতে এক জনসভায় এই হামলার ঘটনা ঘটে। বুলাওয়ের হোয়াইট সিটি স্টেডিয়াম থেকে পাওয়া ভিডিও ফুটেজের সূত্রে বিবিসি জানিয়েছে, জনসভায় ভাষণ দেওয়ার পর মুনানগাগওয়া মঞ্চ থেকে নেমে ভিআইপি তাঁবুর দিকে যাওয়ার সময় তার খুব কাছেই একটি বিস্ফোরণ ঘটে। বেঁচে যাওয়ার পর মুনানগাগওয়া বলেছেন, ‘আমার কাছ থেকে কয়েক ইঞ্চি দূরে একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে, কিন্তু এটি আমার সময় নয়।’ জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড প্যারিরেনিয়াতুয়া জানিয়েছেন, ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। বিস্ফোরণে ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে পরিষ্কার হওয়া না গেলেও বিস্ফোরণে বহু লোক আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদন থেকে ধারণা পাওয়া গেছে। বিস্ফোরণের পরপরই মুনানগাগওয়াকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচন। নিজ দল ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির প্রচারণার জন্য প্রেসিডেন্ট মুনানগাগওয়া বিরোধী দলের শক্ত ঘাঁটি বুলাওয়েতে যান। নির্বাচনে তিনি জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা জানিয়েছেন, তার শত্রুও আছে। এদের মধ্যে তার সাবেক রাজনৈতিক গুরু ও প্রেসিডেন্ট রবার্ট মুগাবে অন্যতম। এএফপি

সর্বশেষ খবর