সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের সঙ্গে কাজ করাই অপরাধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেন, শুধুমাত্র এই কারণেই হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্সকে একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়েছে। শুক্রবার সারা ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানেই রেস্তোরাঁর মালিক তাঁকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। কোনো রকম বচসায় না গিয়ে ভদ্রভাবেই রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যান সারা। কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে সন্তানদের আলাদা করতে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে লেক্সিংটনের রেড হেন রেস্তোরাঁ থেকে স্যান্ডার্সকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। ও রেস্তোরাঁর স্বত্বাধিকারীদের একজন স্টেফানি উইলকিনসন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ট্রাম্পের এ মুখপাত্র ‘একটি অমানবিক ও অনৈতিক প্রশাসনের পক্ষে কাজ করেন। রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে বেরিয়ে যেতে বলা হয়। জানা গেছে, রেস্তোরাঁয় বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গ ও সমকামী কর্মী ছিলেন। মূলত তাঁদের আপত্তির কারণেই সারাকে বেরিয়ে যেতে বলা হয়। টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন সারা। তিনি বলেন, লেক্সিংটনের রেড হেন রেস্তোরাঁয় ঘটনাটি ঘটেছে। ঘটনার মূল অবশ্য অনেকটাই গভীরে। গত বছর জুলাই মাসে একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন সেনাবাহিনীতে আর তৃতীয় লিঙ্গের আর কোনো প্রয়োজন নেই। তাদের সেনাবাহিনীতে রাখলে তাঁদের জন্য চিকিৎসা বাবদ যে বিপুল খরচ হয়, তা অর্থহীন।

সর্বশেষ খবর