মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

শহরের সব পুলিশ আটক

মেক্সিকোর ওকাম্পো শহর পুলিশের পুরো ফোর্সকে আটক করেছে দেশটির ফেডারেল বাহিনী। এক মেয়র প্রার্থীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শহরের সব পুলিশকে আটক করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার শহরটির মেয়র প্রার্থী ৬৪ বছর বয়সী ফেরনান্দো অ্যাঞ্জেলস হুয়ারেজকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এরপর অ্যাঞ্জেলসের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার ভোররাতে ফেডারেল বাহিনী ওকাম্পোর ২৭ পুলিশ কর্মকর্তার সবাইকে ও স্থানীয় সরকারি নিরাপত্তা সচিবকে আটক করে। নিহত অ্যাঞ্জেলস একজন ব্যবসায়ী। আগে কিছুদিন রাজনীতি করেছিলেন তিনি। তার ঘনিষ্ঠ বন্ধু মিগেল মালাগন এল ইউনিভার্সাল সংবাদপত্রকে বলেছেন, ‘এত দারিদ্র, অসাম্য ও দুর্নীতি আর সহ্য করতে পারছিলেন না তিনি, তাই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।’ অ্যাঞ্জেলসের হত্যাকাণ্ডের পর এর সঙ্গে জড়িত থাকার দায়ে ওকাম্পোর সরকারি নিরাপত্তা সচিব অস্কার গনজালেজ গার্সিয়াকে অভিযুক্ত করেন সরকারি কৌঁসুলিরা। আগামী রবিবার মেক্সিকোতে   সাধারণ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত দেশটিতে শতাধিক রাজনীতিক খুন হয়েছেন। রয়টার্স

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর