বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জামিন পেলেন নাজিব রাজাক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গতকাল জামিন পেয়েছেন। এর আগেরদিন তাকে দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) গ্রেফতার করেছিল। গতকাল সকালে কুয়ালালামপুরের একটি আদালত নাজিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ গঠন করে। তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের ফৌজদারি আইনের তিনটি ও ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগ আনা হয়েছে। নাজিবের বিরুদ্ধে অভিযোগ, তিনি মালয়েশিয়ার ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে যুক্ত থেকে বিপুল পরিমাণ অর্থ নিজের পকেটে পুরেছেন। গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আদালতেও অভিযোগ অস্বীকার করেছেন নাজিব। পরে আদালত নাজিবকে ১০ লাখ রিংগিতের মুচলেকায় জামিন দিয়েছে। এইসঙ্গে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিনহুয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর