মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ব্রিটিশ দুই মন্ত্রীর পদত্যাগ

‘ প্রধানমন্ত্রী তেরেসা মের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে’

যুক্তরাজ্যের বহুল আলোচিত ব্রেক্সিট ইস্যুর জেরে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন ও ব্রেক্সিটমন্ত্রী ডেভিড ড্যাভিস পদত্যাগ করেছেন। গতকাল ব্রেক্সিটমন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী।

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মের নতুন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেওয়ার মাত্র আধা ঘণ্টা আগে পদত্যাগের এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জনসনকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, শিগগিরই নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। বিবিসির রাজনৈতিক সম্পাদক লওরা কুয়েনসবার্গ বলেছেন, জনসনের পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের জন্য বিব্রতকর ও জ্বলন্ত এক সংকটে কঠিন পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, জনসন শুধু মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন না বরং তিনি ২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে গণভোটের প্রচারণার পরিচিত মুখ ছিলেন। জনসনের এ পদত্যাগ দেশটিতে নেতৃত্বের চ্যালেঞ্জ তৈরি করবে। এদিকে ডেভিড ড্যাভিস ব্রেক্সিট মন্ত্রণালয় থেকে পদত্যাগের কারণ হিসেবে বলেছেন, প্রধানমন্ত্রী মে যেভাবে ব্রেক্সিট বাস্তবায়ন করতে চাচ্ছেন সে বিষয়ে তার আস্থা নেই। তাই তিনি পদত্যাগ করেছেন। একসময় ব্রেক্সিটের পক্ষে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বরগুলোর একটি ডেভিড ড্যাভিস। পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, তিনি ড্যাভিসের সঙ্গে একমত নন। কিন্তু ড্যাভিস এতদিন ব্রেক্সিটের জন্য যে কাজ করেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মে। প্রধানমন্ত্রী ড্যাভিসের পদত্যাগপত্র গ্রহণ করে সেই পদে নতুন মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ডমিনিক রাবকে।

সর্বশেষ খবর