মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারে দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞের প্রকাশকারী রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুই সাংবাদিকের বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের দাফতরিক গোপনীয়তা আইনে অভিযোগ গঠন করেছে দেশটির এক আদালত। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন নথি সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে প্রায় ছয় মাসের প্রাথমিক শুনানি শেষে সংবাদমাধ্যমে স্বাধীনতাবিষয়ক আলোচিত এ মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে রাখাইনের উত্তরাঞ্চলীয় গ্রাম ইনদিনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা ১০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে। ঘটনার সরেজমিন অনুসন্ধান রিপোর্ট করেছিলেন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও। ওই প্রতিবেদনের কারণে গত ডিসেম্বরে তাদের গ্রেফতার করা হয়। এরপর অভিযোগ আনা হয় দাফতরিক গোপনীয়তা ভঙ্গের আইনে। অপরাধ প্রমাণ হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 ওই অভিযুক্ত সাংবাদিকরা প্রথম থেকে নিজেদের নির্দোষ দাবি করে আদালতকে বলেছেন, তারা সাংবাদিকতার নৈতিকতা মেনেই কাজ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও রয়টার্সের সাংবাদিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ খবর