বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারের ওপর মার্কিন ভিসায় নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া নিজেদের নাগরিকদের গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে মিয়ানমারের বিরুদ্ধে ভিসা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনা ঘটেছে লাওসের ক্ষেত্রেও। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই দুটি দেশের কিছু নাগরিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। তাদের গ্রহণ করতে প্রত্যাখ্যান করছে ওই দুটি দেশ। ডিএইচএসের নির্দেশনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারে ও লাওসে তাদের কনস্যুলার অফিসারদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছে। সুনির্দিষ্ট একটি ক্যাটাগরিতে ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম বাস্তবায়ন করতে বলা হয়েছে। উল্লেখ্য, মিয়ানমার ও লাওসের যেসব মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের যুক্তরাষ্ট্রের সমাজের জন্য ভয়াবহ অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এএফপি

সর্বশেষ খবর