Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জুলাই, ২০১৮ ২৩:৩৯
৮৬ বছর বয়সে সাবেক থাই প্রধানমন্ত্রীর বিয়ে!

৮৬ বছর বয়সে ফের বিয়ে করেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী চাভালিত ইয়ংচাইবুক। এটা তার চতুর্থ বিয়ে। নতুন স্ত্রীর নাম ওরাথাই সোরাকান, বয়স ৫৩। ইয়ংচাইবুক ১৯৯৬-৯৭ সালে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ওরাথাই ইয়ংচাইবুকের সেবিকা ছিলেন। গত ১০ বছর ধরে তাদের প্রণয় ছিল। তবে প্রথমে  বিয়ের বিষয়টি অস্বীকার করেন ইয়ংচাইবুক। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ভাইরাল হয়। এরপর বিষয়টি স্বীকার করে নেন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow