শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলায় ৫৪ জন নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের সর্বশেষ একটি ঘাঁটিতে বিমান হামলায় ৫৪ জন নিহত হয়েছে। নিহতদের অর্ধেকের বেশিই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। আইএসের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বলেছে, ওই এলাকায় তারা কিংবা তাদের মিত্ররা এ বিমান হামলা চালিয়ে থাকতে পারে। হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি শুক্রবার জানিয়েছে, বিমান হামলাটি হয়েছে বৃহস্পতিবার দিনের শেষভাগে ইরাক সীমান্তবর্তী আর সৌসা গ্রামের কাছে একটি আইস ফ্যাক্টরিতে। এতে আইএস জিহাদি এবং বেসামরিক নাগরিক মিলে নিহত হয়েছে ৫৪ জন। এদের মধ্যে ২৮ জন বেসামরিক নাগরিক এবং ২৬ জন আইএস জঙ্গি। তবে পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের ওই গ্রামটিতে কোয়ালিশন বাহিনী নাকি ইরাকি বিমান হামলা চালিয়েছে তা তাত্ক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।

সিরিয়া এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে। ওদিকে লিখিত এক বিবৃতিতে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের মুখপাত্র বলেছেন, কোয়ালিশন বা আমাদের মিত্র বাহিনী আল-সৌসা গত বৃহস্পতিবার হামলাগুলো চালিয়ে থাকতে পারে।

ইউফ্রেটিস নদীর পূর্বতীরে আল-সৌসা গ্রামের চার পাশের এলাকাগুলো এখনো আইএসের নিয়ন্ত্রণে।

সর্বশেষ খবর