বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নতুন বাণিজ্য বলয়ে ইইউ ও জাপান

জাপান ও ইইউ উভয় পক্ষই প্রায় শুল্কমু্ক্ত সুবিধা দিচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে একে গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য নিয়ে নিজের স্বার্থ হাসিল করছে। যার কারণে মুখ থুবড়ে পড়ার উপক্রম বিশ্ববাণিজ্য। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মধ্যে বড় আকারের একটি বাণিজ্য চুক্তির খবর প্রকাশ পেয়েছে। গতকাল হওয়া এই চুক্তিতে দুই পক্ষই প্রায় শুল্কমু্ক্ত সুবিধা দিচ্ছে, যা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য নীতির একেবারেই পরিপন্থী।

টোকিওতে হতে যাওয়া এই চুক্তির বিষয়ে গত বছরই ঐকমত্যে পৌঁছায় ইউরোপ ও জাপান। এ মাসে আরও আগেই চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু জাপানে বন্যার কারণে তা পিছিয়ে যায়। জাপানের প্রেসিডেন্ট শিনজো আবের ব্রাসেলসে যাওয়ার কথা ছিল। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুঙ্কার চুক্তি অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই টোকিও পৌঁছেছেন। গতকাল মুক্ত বাণিজ্যের নতুন মেরুকরণে পৌঁছার কথা দুই পক্ষের।  বিশ্বের অর্থনীতির এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করা এবং প্রায় ৬০ কোটি জনসংখ্যার প্রতিনিধিত্বকারী দুই ব্লক এই চুক্তি নিয়ে বেশ আশাবাদী। চুক্তি অনুযায়ী, জাপানের ভোক্তাদের জন্য ইউরোপিয়ান ওয়াইন, চিজ, বিস্কুট, চকোলেট ও শূকরের মাংসের দাম কমবে। বাড়বে রাসায়নিক, পোশাক ও বিয়ার রপ্তানি। আর ইউরোপে কমবে জাপানিজ যন্ত্রপাতি, চা ও মাছের দাম। এর কারণ জাপানের পণ্যের ওপর ৯৯ ভাগ আমদানি শুল্ক কমানো হচ্ছে। তবে ইউরোপীয় পণ্য জাপানে রপ্তানির ওপর ৯৪ শতাংশ শুল্ক কমানো হচ্ছে। তবে সেই কমানোর হার আস্তে আস্তে ৯৯ শতাংশে নেয়া হবে।  যদিও এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ২০১৩ সাল থেকে, চুক্তিটি এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক আরোপ নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র চীনের ৩৪ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ ভাগ শুল্ক আরোপ করেছে। চীনও প্রায় সমমূল্যের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে এর জবাব দিয়েছে। গতকাল দুই পক্ষের আলোচনায় চুক্তির বাইরেও আরও বড় পরিসরে বাণিজ্য সমঝোতায় আসার পরিকল্পনা পোক্ত করেছে।

সর্বশেষ খবর