বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ম্যারাডোনার হৃদয়জুড়ে ফিলিস্তিন

ম্যারাডোনার হৃদয়জুড়ে ফিলিস্তিন

ম্যারাডোনা ও মাহমুদ আব্বাসের কোলাকুলি

নিজস্ব ফুটবল জগতের গণ্ডি অতিক্রম করেছেন তিনি বারবার। বিতর্কিত কিংবা তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মন্তব্য করে কখনো হয়েছেন আলোচিত, কখনো আবার সমালোচিত। রাজনৈতিক বিশ্বাসে সমাজতন্ত্রী। ফুটবলে তিনি কিংবদন্তি। বিশ্ব জুড়ে শত কোটি মানুষের হৃদয়ে তার বসবাস। যদিও তার অনেক কর্মকাণ্ডে ও মন্তব্যে মাঝে মধ্যে সমালোচনার জন্ম দেয়। কিন্তু তাতে কিংবদন্তি ম্যারাডোনার কিছু যায় আসে না। সেই ম্যারাডোনা এবার পুরো হৃদয় জয় করে নিয়েছেন ফিলিস্তিনি ও মুসলমানদের। ম্যারাডোনা বরাবরই ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে সরব। আর তার দেশ আর্জেন্টিনা ফিলিস্তিনিদের চির শত্রু ইসরায়েলের সঙ্গে এবারের বিশ্বকাপের ঠিক কদিন আগে একটি চ্যারিটি ম্যাচ বাতিল করে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয় ইসরায়েল। আর ফিলিস্তিনি ভালোবাসায় সিক্ত হয় আর্জেন্টিনা।  এরই মধ্যে ফিলিস্তিনের প্রতি ম্যারাডোনার হৃদয় নিংরানো ভালোবাসার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাশিয়ায় অবস্থান করছিলেন ম্যারাডোনা। গত রবিবার মস্কোতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেন তিনি। সংক্ষিপ্ত ওই বৈঠকে ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলনের প্রতি সহানুভূতি প্রকাশ করেন ম্যারাডোনা।  ইন্সটাগ্রামে মাহমুদ আব্বাসের সঙ্গে তোলা এক ছবি পোস্ট দেন। আর মন্তব্য করেন, ‘তার হৃদয়জুড়ে রয়েছে ফিলিস্তিন।’ ছবির সঙ্গে দেওয়া পোস্টে লেখেন, ‘এই মানুষটি ফিলিস্তিনের শান্তি চায়। প্রেসিডেন্ট আব্বাসের একটি দেশ রয়েছে ও তার অধিকারও রয়েছে।’ ম্যারাডোনা আরও বলেন, ‘ইন মাই হার্ট, আই অ্যাম প্যালেস্টিনিয়ান (আমি মনেপ্রাণে একজন ফিলিস্তিনি)’। মাহমুদ আব্বাস ম্যারাডোনাকে ধন্যবাদ জানান এবং তাকে একটি চিত্রকর্ম উপহার দেন। সেখানে দেখা যায়, শান্তির প্রতীক কবুতর ফিলিস্তিনের জলপাই গাছের ডালে বসে আছে।

সর্বশেষ খবর