শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জীবনের জয়গান

জীবনের জয়গান

নতুন জীবন শুরু হলো থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া সেই ১২ কিশোর ও তাদের কোচের। নিকষ অন্ধকারে দুই সপ্তাহের জন্য আটকা পড়েছিল সেই কিশোররা। আর তাদের উদ্ধারের কাহিনী তো সিনেমাটিক। এরপর টানা এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা, শুশ্রূষা। অতপর তারা জনসম্মুখে উপস্থিত হয়েছে। গতকালই ফিরে গেছে মায়ের কোলে। এর আগে থাইল্যান্ডের চিয়াং রাই হাসপাতাল তাদের ছাড়পত্র দেয়। এরপর নিয়ে আসা হয় সংবাদ সম্মেলনে। জলমগ্ন থাম লুয়াং গুহাটি চিয়াং রাই প্রদেশেই অবস্থিত। দেশি-বিদেশি হাজারো উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের পর গত সপ্তাহের শেষ দিকে ওই কিশোর ও তাদের কোচকে গুহা থেকে নিরাপদে বাইরে নিয়ে আসা সম্ভব হয়। এরপর থেকেই তাদেরকে চিয়াং রাই হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তারা প্রথমে তাদের বাসায় যায়। সন্ধ্যায় তারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়। সেখানে তাদের মুখে ছিল হাসি, খেলছিল ফুটবল নিয়ে। মঞ্চটি ডিজাইন করা হয় ফুটবল মাঠের মতো করে। যেখানে গোলপোস্ট এবং নেটও ছিল। একটি ব্যানারে লেখা হয় ‘ওয়াইল্ড বোয়ারদের ঘরে ফেরা।’ বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর