শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জরুরি অবস্থা তুলে নিল তুরস্ক

ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কে দুবছর ধরে জারি থাকা জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। গত বুধবার জরুরি অবস্থা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এরদোগান নির্বাচনে জেতার কয়েক সপ্তাহ পরেই জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা এলো। উল্লেখ্য, জরুরি অবস্থার সময় লাখো মানুষ গ্রেফতার হয়েছিলেন। অনেকেই চাকরি হারিয়েছেন। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্ক সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। তুরস্কের জনগণ তা ব্যর্থ করে দেয়।

সর্বশেষ খবর