রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দিল্লি জয়ের ইঙ্গিত দিলেন মমতা

কলকাতা প্রতিনিধি

দিল্লি জয়ের ইঙ্গিত দিলেন মমতা

ভারতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী নির্বাচনের মধ্য দিয়ে দিল্লি জয়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি গতকাল কলকাতার ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশে এ ধারণা দেন। মহাসমাবেশে মমতা বলেন, ‘দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। পুজো শেষ হলেই ব্রিগেডের প্রস্তুতি শুরু হবে।’ বিজেপির অবস্থা সম্পর্কে মমতা বলেন, ‘শিবসেনা তাদের জোটসঙ্গী ছিল, কিন্তু অনাস্থা প্রস্তাবের সময় তারা বিজেপিকে ভোট দেয়নি। টিডিপিও জোটসঙ্গী ছিল, অথচ তারাই সংসদে বিজেপির বিরুদ্ধে অনাস্থা এনেছে।’ মমতা বলেন, ‘লোকসভায় অনাস্থা প্রস্তাবে ওরা (এনডিএ) ৩২৫টি সমর্থন পেয়েছে, বিরোধীরা ১২৬টি সমর্থন পেয়েছে। তাতে কী হলো? কারণ যারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে সেই এআইএডিএমকে আগামী দিনে তামিলনাড়ুতে একটাও ভোট পাবে না, সেখানে সরকার গড়বে ডিএমকে। উত্তরপ্রদেশেও মায়াবতী-মুলায়মরা এক হয়ে গেলে সেখানে ৮০-এর জায়গায় বিজেপি ৩০টির বেশি আসন পাবে না। মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, উড়িষ্যা, পাঞ্জাবেও বিজেপি আসন পাবে না। আর বাংলায় মানুষ তাদের খেয়ে নেবে। অতএব ৩২৫-এর জায়গায় বিজেপি ১০০টি আসন পাবে কিনা সন্দেহ আছে। কারণ আমি বাজে কথা বলি না। সংসদের ভিতর পরিচিত কিছু মানুষের ভোটে তারা জিতেছে, কিন্তু গণতন্ত্রে তারা কোনোভাবেই জিতবে না।’ মমতা বলেন, ‘অনাস্থা ভোটে সংসদে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ৩২৫টি সংসদের সমর্থন পেলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা কোনোমতেই ১০০টির বেশি আসন পাবে না।’

মমতার দাবি, পশ্চিমবঙ্গে একটি আসনেও বিজেপি জিততে পারবে না। রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবকটিতেই তার দল তৃণমূল প্রার্থীরাই জয়ী হবেন। তিনি বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার হলো ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে সবকটি তৃণমূল জিতবে।  তাই আমাদের বাংলার মা-মাটি-মানুষ-হিন্দু-মুসলমান-আদিবাসীকে নিয়ে আমরা সংসদের পথ দেখাব।’ তৃণমূল নেত্রী জানান, আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে ওই বছরের ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানের বিশাল সমাবেশ থেকেই দিল্লি জয়ের ডাক দেওয়া হবে।

সর্বশেষ খবর