রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা
পাকিস্তানে নির্বাচন

কে আসছেন ক্ষমতায়?

কে আসছেন ক্ষমতায়?

ইমরান খান

পাকিস্তানে ২৫ জুলাই জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে জনপ্রিয়তায় এগিয়ে আছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তবে সব জনমত জরিপই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই নেতা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ‘তার প্রতিদ্বন্দ্বীরা হারবেন তাদের অতীত কৃতকর্মের জন্য।’ এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা সে নিয়ে পাকিস্তানে যে উদ্বেগ রয়েছে তাও তিনি নাকচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, অন্য দলগুলো বেশ হঠাৎই বলতে শুরু করেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। এর কারণ হলো জনমত জরিপে দেখা যাচ্ছে তেহরিক-ই-ইনসাফ এগিয়ে রয়েছে। তারা আসলে ইতিমধ্যেই ভাগ্যের লিখন দেখতে পাচ্ছে। পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকা নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগের সমর্থক ও দেশটির মানবাধিকার কর্মীরা  অভিযোগ করছেন, ইমরান খানের দলকে জেতাতে দেশটির সেনাবাহিনী নির্বাচনের ফল ‘সাজাচ্ছে’। পাকিস্তানে এবারের নির্বাচনকে মূলত এ দুটি দলের মধ্যে প্রতিযোগিতা বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, পাকিস্তানের উত্থান মাথায় রেখেই নির্বাচনের প্রচারণা চালিয়েছে   তার দল। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর