রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা
উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা

শিথিলের পক্ষে চীন-রাশিয়া আমেরিকার ‘না’

শিথিলের পক্ষে চীন-রাশিয়া আমেরিকার ‘না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার পরও  উত্তেজনা যেন কমছেই না। এবার দেশটির ওপর আরোপিত পারমাণবিক নিষেধাজ্ঞায় শিথিলতার পক্ষে চীন ও রাশিয়া অবস্থান নিলেও তা মানতে নারাজ যুক্তরাষ্ট্র। পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছে তারা। কিম জং উনকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়াসহ বাকি বিশ্বকে তারা জানিয়ে দিয়েছে, প্রতিশ্রুতি বাস্তবায়নের আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা অবশ্যই বহাল রাখতে হবে। পারমাণবিক ও মিসাইল কর্মসূচি চালিয়ে যাওয়ায় ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে। গত মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর  কোরিয়ার নেতা কিম জং উন এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। তাতে পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে সম্মত হয়ে সমঝোতা স্মারক সই করে যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়া।

চলতি মাসেও উত্তর কোরিয়ার সঙ্গে নিরস্ত্রীকরণের ইস্যুতে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সর্বশেষ খবর