রবিবার, ২২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

‘ইসরায়েলের মুখপাত্র এখন যুক্তরাষ্ট্র’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন-হামাস বলেছে, মার্কিন সরকার বর্তমানে কুদস দখলদার ইসরায়েল সরকারের মুখপাত্রে পরিণত হয়েছে। মার্কিন কর্মকর্তারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানানোর পর এ প্রতিক্রিয়া জানাল ওই প্রতিরোধ আন্দোলন।

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা জেরাড কুশনার, মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি জেসন গ্রিনব্লাট এবং ইসরায়েলে নিযুক্ত ডেভিড ফ্রিডম্যান শুক্রবার দৈনিক ওয়াশিংটন পোস্টে যৌথভাবে একটি নিবন্ধ লিখে ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান। ওই তিন মার্কিন কর্মকর্তা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ এবং আগুনের ঘুড়ি পাঠানো বন্ধ করতেও হামাসের প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র সামি আবুজুহরি তার ব্যক্তিগত টুইটার পেজে লিখেছেন, গ্রিনব্লাট ও কুশনার সাম্প্রতিক গাজা পরিস্থিতির ব্যাপারে বাস্তবতা উপেক্ষা করে তেলআবিবের ভাষায় কথা বলেছেন। এর মাধ্যমে তারা  ইসরায়েলের মোকাবিলায় মার্কিন সরকারের অবমাননাকর অবস্থান ফুটিয়ে তুলেছেন। মার্কিন কর্মকর্তারা আসলে ইসরায়েলের তাঁবেদারে পরিণত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো গাজা উপত্যকায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ খবর