মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শেষ মুহূর্তের প্রচারণায় রাজনৈতিক দলগুলো

পাকিস্তানের জাতীয় নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে গেল মধ্য রাতে। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শেষ সময়ের আগে তাই চূড়ান্ত প্রচারণার পাশাপাশি শক্তি প্রদর্শনও করছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দলের নেতারাই গতকাল ব্যস্ত সময় পার করেছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই উভয় দলই পাঞ্জাব প্রদেশের বড় বড় শহরগুলোতে বিশাল মিছিল ও সমাবেশ করেছে। পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসনের অর্ধেকের বেশি আছে এই প্রদেশে। পিএমএল-এন’র সভাপতি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেখানকার জনসভা স্থগিত করা হয়। তবে শাহবাজের ছেলে হামজা লাহোরের মোচি গেট থেকে দাটা দরবার পর্যন্ত একটি মিছিলের নেতৃত্ব দিয়েছেন। পিটিআই চেয়ারম্যান ইমরান খান লাহোরের বিভিন্ন স্থানে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। এর মধ্যে শহরের জাল্লো মোড় ও ওয়াপদা টাউন এলাকায় তিনি বড় সমাবেশ করবেন বলে মনে করা হচ্ছে। তবে দলটি দাতা দরবারে সমাবেশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শেষ করবে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি তার নির্বাচনী প্রচারণার শেষ দিনে উত্তর সিন্ধু প্রদেশ এলাকায় গেছেন। সেখানে ঘরহি খুদা বক্স এলাকায় ভুট্টো পরিবারের কবর জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারণা শেষ করবেন। তবে লারকানায় প্রচারণার মাধ্যমে তিনি গতকাল দিন শুরু করেন। পরে কামবার শাহদাদকোতের উদ্দেশে যাওয়ার আগে তিনি নাওদেরো ও রাতো দেরো সফর করেন। এ ছাড়া শিকারপুর, সুজাওয়াল ও জাকোবাবাদের ১৫ চকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য দলও শেষ দিনে প্রচারণায় ব্যস্ত ছিল।

 

সর্বশেষ খবর