শনিবার, ২৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মমতা-ওমর আবদুল্লাহ বৈঠক

মোদিবিরোধী ফেডারেল ফ্রন্ট গঠনে জোর

মমতা-ওমর আবদুল্লাহ বৈঠক

দিল্লি থেকে নরেন্দ্র মোদিকে হটাতে ফেডারেল ফ্রন্ট গঠনের ওপর জোর দিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে মমতার সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আবদুল্লাহ জানান, ‘প্রকৃত ফেডারেল ফ্রন্ট গঠন করতে হলে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কোনো বিভেদ থাকলে চলবে না।’ তিনি জানান, ‘আগামীকাল (আজ) একটি সেমিনারে অংশ নিতে আমি কলকাতায় এসেছি। কিন্তু তার আগে জম্মু-কাশ্মীর ও দেশের পরিস্থিতি নিয়ে মমতার সঙ্গে আলোচনা করাটা দরকার ছিল। পাশাপাশি দেশজুড়ে সংখ্যালঘুদের মনে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।’

দেশের প্রধানমন্ত্রী পদে মমতার সম্ভাবনা নিয়ে জম্মু-কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী জানান, মমতা ব্যানার্জিকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ধরাটা এখনই বলা সম্ভব নয়, কেননা এখনো ভোটের দিন ঘোষণা হয়নি। কিন্তু বিরোধীরা দিল্লিতে বিজেপিকে হারাবে এবং মমতাকে দিল্লি নিয়ে যাবে। যদিও মমতাও জানান, ‘কে প্রধানমন্ত্রী হবেন সেই আলোচনা সরিয়ে রেখে আমাদের একজোট হয়ে লড়াই করা উচিত।’ —কলকাতা প্রতিনিধি

তাঁর অভিযোগ, বিজেপি দেশজুড়ে একনায়কতন্ত্র চালাচ্ছে। তাই ২০১৯ সালে লড়াইটা বিজেপির বিরুদ্ধে।    

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর