রবিবার, ২৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে জোট গঠনে যুক্তরাষ্ট্রের চাপ

ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে জোট গঠনে যুক্তরাষ্ট্রের চাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। সর্বশেষ ট্রাম্প ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ইরানকে হয় আলোচনায় ফিরে আসতে হবে অথবা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। পরমাণু কর্মসূচি শুরু না করার জন্যও তিনি দেশটিকে পরামর্শ দেন। এবার ইরানের আধিপত্য ঠেকাতে মিসর ও জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোকে নিয়ে ছয় জাতির নতুন রাজনৈতিক ও নিরাপত্তা জোট গঠনের জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এই জোটের দেশগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম এবং আঞ্চলিক অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কসহ অন্যান্য বিষয়ে গভীর সহযোগিতামূলক সম্পর্ক দেখতে চায় হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের এই সুন্নি দেশগুলোকে নিয়ে শিয়া ইরানের প্রতিপক্ষ হিসেবে যে জোট যুক্তরাষ্ট্র দাঁড় করাতে চাইছে একে ‘আরব ন্যাটো’ জোট আখ্যা দিচ্ছে হোয়াইট হাউস। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, জোটের সম্ভাব্য নাম মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স (এমইএসএ) নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ থেকে ১৩ অক্টোবর ওয়াশিংটনে এই জোটের সম্মেলন হওয়ার কথা। সেখানেই ‘আরব ন্যাটো’ জোট নিয়ে আলোচনা হবে বলে আশা করছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘আমাদের আঞ্চলিক অংশীদাররা কয়েক মাস ধরে এবং এখন জোটের ধারণা নিয়ে কাজ করছে’। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে গেলে দেশটির কর্মকর্তারা তখন বিষয়টি ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন। আলজাজিরা, রয়টার্স।

সর্বশেষ খবর