মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

গণমাধ্যমকে জনগণের শত্রু বলবেন না

ট্রাম্পকে নিউইয়র্ক টাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সংবাদমাধ্যমকে জনগণের শত্রু বলে আখ্যায়িত করেছেন। আর বিষয়টিকে সহজভাবে মেনে নিচ্ছে না মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমকে জনগণের শত্রু আখ্যায়িত করার পর ট্রাম্পের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন নিউইয়র্ক টাইমস প্রকাশক এজি সালসবার্গার।  মূলত ট্রাম্প ও নিউইয়র্ক টাইমসের প্রকাশক এজি সালসবার্গারের মধ্যে কথার এই লড়াইয়ের সূত্রপাত আগে থেকেই চলছে। এই দুজন একটি বৈঠকে বসেছিলেন। আর ট্রাম্প তাদের ওই একান্ত বৈঠকের বিষয়ে টুইট করেন। রবিবারের ওই টুইটে ট্রাম্প জানান, নিউইয়র্ক টাইমসের প্রকাশকের সঙ্গে একটি ভালো ও দারুণ বৈঠক হয়েছে হোয়াইট হাউসে। সংবাদমাধ্যমে অনেক বেশি ফেক নিউজের বিষয়ে কথা হয়েছে। জনগণের শত্রু, দুঃখজনক। এই টুইটের পর নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত জানিয়ে বিবৃতি দিতে বাধ্য হয়। দাবি করা হয়, ট্রাম্পের বৈঠকের আলোচ্য অফ দ্য রেকর্ড হওয়ার কথা ছিল। বিবৃতিতে সালসবার্গার বলেন, আমি প্রেসিডেন্টকে সরাসরি বলেছি যে, আমার মনে হয় তার ভাষা শুধু যে বিভেদজনক তা নয়, বিপজ্জনকও। আমি তাকে সতর্ক করে জানিয়েছি, তার এই জ্বালাময়ী কথা সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি বাড়াচ্ছে এবং তা সহিংসতায় গড়াতে পারে। এই বিবৃতির পর আবার ট্রাম্প সংবাদমাধ্যমের সমালোচনা করেন। এএফপি

সর্বশেষ খবর