বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আলোচনায় বসার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে কোনো পাত্তাই দিল না ইরান। দুই দিন আগে ট্রাম্প কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। কিন্তু ইরান সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা ট্রাম্পের প্রস্তাবকে ‘মূল্যহীন’ ও ‘অলীক কল্পনা’ আখ্যা দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর আলোচনার সমাপ্তি ঘটেছে। এর জন্য ওয়াশিংটনই দায়ী। এক টুইট বার্তায় তিনি লিখেন, হুমকি, অবরোধ এবং জনসংযোগ কোনো  কাজে আসবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি বলেন, ইরানের ওপর অবরোধ করে এবং দেশটির সঙ্গে ব্যবসা না করতে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগ করে ট্রাম্পের আলোচনার প্রস্তাব তার সিদ্ধান্ত বিরোধী। ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি বলেন, ইসলামিক রিপাবলিক উত্তর কোরিয়া নয়। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াকে ‘অবৈধ’ আখ্যা দেওয়া রোহানিও বলেছেন, ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে ওয়াশিংটনের নতুন প্রচারণা সত্ত্বেও সহজে হাল ছাড়বে না তেহরান। পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে তিন বছর আগে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের চুক্তিটিতে স্বাক্ষর করেছিল ইরান। শুরু থেকেই বারাক ওবামা আমলে স্বাক্ষরিত চুক্তিটির তুমুল বিরোধী ছিলেন ট্রাম্প।

সর্বশেষ খবর