শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সমুদ্র পথ বন্ধ করে দেওয়া নিয়ে ইরানকে হুঁশিয়ারি ইসরায়েলের

ইরান লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হবে বলে সতর্ক করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এ কথা বলেছেন। ইসরায়েলের হাইফায় নৌবাহিনীর নতুন কর্মকর্তাদের পাসিং আউট প্যারেডের বক্তৃতায় নেতানিয়াহু বলেছেন, ‘যদি ইরান বাব আল মানদেব প্রণালী বন্ধ করার চেষ্টা করে, আমি নিশ্চিত তাহলে সে নিজেকে তার প্রচেষ্টা প্রতিরোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ একটি আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় দেখতে পাবে, আর এই জোটে ইসরায়েলের সামরিক বাহিনীর সব শাখা অন্তর্ভুক্ত থাকবে।’ ওই অনুষ্ঠানে পৃথক এক বক্তৃতায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিডোর লিবেরমান বলেছেন, ‘সম্প্রতি লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ক্ষতি করার হুমকির বিষয়টি জানা গেছে।’ এটুকু বললেও কথিত বিষয় সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। গত সপ্তাহে সৌদি আরব জানিয়েছিল, এই প্রণালী দিয়ে তেল রপ্তানি স্থগিত করছে তারা। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালীতে দুটি জাহাজে হামলা চালানোর পর ওই ঘোষণা দেয় সৌদি আরব। ইয়েমেনে গত তিন বছর ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধ চলছে।

সর্বশেষ খবর