শিরোনাম
শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জিম্বাবুয়েতে নির্বাচনপরবর্তী সংঘাতে নিহত ৩

জিম্বাবুয়েতে নির্বাচনপরবর্তী সংঘাত ছড়িয়ে পড়ছে। গতকাল রাজধানী হারারেতে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। সরকারবিরোধী মিছিলের সময় এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে এই নিহতের ঘটনায় সরকারকে সংযম প্রদর্শনের জন্য আন্তর্জাতিকভাবে আহ্বান জানানো হয়েছে। গত সোমবারের নির্বাচনের পর সরকার হার্ডলাইনে যাওয়ায় এ আহ্বান জানানো হলো। জাতিসংঘ ও সাবেক ঔপনিবেশিক শাসক যুক্তরাজ্য উভয়েই সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জিম্বাবুয়ের রাজনীতিকদের সংযম দেখাতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের মন্ত্রী হ্যারিয়েট বল্ডউইন বলেন, এই সহিংসতায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। হারারেস্থ মার্কিন দূতাবাস টুইটার বার্তায় সেনাবাহিনীকে সংযম দেখানোর অনুরোধ জানিয়ে বলেছে, দেশটির সামনে এক  সোনালি ভবিষ্যতের সুযোগ অপেক্ষা করছে। অন্যদিকে মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল  সেনাবাহিনীর কর্মকাণ্ড তদন্ত করে দেখতে বলেছে। —বিবিসি।

সর্বশেষ খবর