শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিরোধী দলগুলোর প্রস্তাব নওয়াজ শরিফের অনুমোদন

বিরোধী দলগুলোর প্রস্তাব নওয়াজ শরিফের অনুমোদন

পাকিস্তানে বিরোধী দলগুলোর প্রস্তাবিত প্রধানমন্ত্রীর নাম অনুমোদন করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী নওয়াজ শরিফ। পাশাপাশি ২৫ জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতি হয়েছে এই অভিযোগে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। পাকিস্তান মুসলিম লিগ এন (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ শরিফ আদিলালা কারাগারে আটক রয়েছেন এবং সেখান থেকে এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি। একই কারাগারে আটক নওয়াজের মেয়ে মরিয়ম এবং জামাই মুহাম্মদ সাফদার। তাদের সঙ্গে সাক্ষাৎকারী পিএমএল-এনের নেতারা এ বার্তার কথা জানান। এ ছাড়া পাকিস্তানের বিরোধী দলগুলোর সঙ্গে একযোগে যৌথ রাজনৈতিক কৌশল গ্রহণের আহ্বান একই বার্তায় জানিয়েছেন নওয়াজ। কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে পিএমএল-এনের নেতারা বলেন, নওয়াজ মনে করেন নির্বাচনে জালিয়াতির মাধ্যমে পাকিস্তানের জনগণের ম্যান্ডেট অপহরণ করা হয়েছে। কারাগারে আটক নওয়াজ এবং তার মেয়ে মরিয়ম উভয়েরই মনোবল তুঙ্গে রয়েছে বলেও জানান তারা। তারা আরও জানান,  পাকিস্তানের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং সংসদের স্পিকার হিসেবে জাতীয় সংসদে যাদের নাম প্রস্তাব করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তা অনুমোদন করেছেন নওয়াজ। তবে নামগুলো প্রকাশ করা হয়নি।

 

সর্বশেষ খবর