শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

রুশ গোয়েন্দা সেরগেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগে রাশিয়ার হাত ছিল। যুক্তরাষ্ট্র বলছে এটা অনেকটা প্রমাণিত তাই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে রাশিয়ার সংবেদনশীল ইলেকট্রনিক উপাদান ও এ সংক্রান্ত প্রযুক্তি রপ্তানির ওপর। আগামী সপ্তাহের শেষ দিকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন মুখপাত্র স্টুয়ার্ট নাওয়ের্ট বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়া এই কাজ করেছে বলে প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র।  এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সলসবারির রাস্তায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক প্রতিক্রিয়া রাশিয়াকে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে। তারা বুঝতে পারছে যে তাদের উত্তেজনা সৃষ্টিকারী ও বেপরোয়া আচরণ বিশ্বের কাছে পার পাবে না। পররাষ্ট্র দফতর ওই বিবৃতিতে আরও জানায়, আগামী ৯০ দিনের মধ্যে রাশিয়া যদি এই ধরনের কাজ আর করা হবে না, এমন নিশ্চয়তা না দিতে পারে এবং জাতিসংঘকে তাদের সাইট পরিদর্শন করতে না দেয়, তাহলে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিবিসি।

সর্বশেষ খবর