শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

উদ্ধার অভিযানের মধ্যেই ফের ভূমিকম্প

উদ্ধার অভিযান চলার মধ্যেই ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার ভূমিকম্প বিধ্বস্ত পর্যটন দ্বীপ লম্বোক। গতকাল ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে নতুন করে বেশ কিছু ভবন ধসে পড়েছে। এর আগে গত রবিবার ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৪৫ জন নিহত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩ জন। ভূমিকম্পে দ্বীপের প্রায় ৮০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় অনেক এলাকায় ত্রাণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এরই মধ্যে আবারও ভূমিকম্পের ঘটনা ঘটল।

টুইটারে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র সুতোপো পুর্বো নুগ্রোহো বলেছেন, ‘৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভব করার পর লোকজন দৌঁড়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। লোকজন এখনো আতঙ্কিত হয়ে আছে। এই ভূমিকম্পে আবারও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এদিকে লম্বোকে মানবিক সংকটও প্রকট হচ্ছে। গৃহহীন হয়ে পড়া কয়েক হাজার লোকের পরিষ্কার পানি, খাদ্য, ওষুধ ও আশ্রয় দরকার।

সর্বশেষ খবর