শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

নাগরিকত্ব মিলল

গত মাসে থাইল্যান্ডে আটকে পড়া কিশোর ফুটবলারদের দলের তিন শিশু ও তাদের কোচকে নাগরিকত্ব দিল দেশটির সরকার। গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার থাম লুয়াং গুহাটির ভিতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়ে। টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভিতরে জীবিত অবস্থায় ১২ কিশোর ফুটবলারসহ তাদের কোচকে শনাক্ত করেন ডুবুরিরা। ৮ জুলাই থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে। ৩ দিনের সফল অভিযানের মধ্য দিয়ে সবাইকে বের করে আনা হয়। সে সময় সামনে আসে যে ফুটবল দলটির কোচ একাপল চান্তাওংসহ তার তিন শিষ্য ডুল, মার্ক ও টির নাগরিকত্ব নেই। জাতিসংঘের মতে, থাইল্যান্ডে বসবাসরত প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের নাগরিকত্ব নেই। বুধবার কোচ একাপল চান্তাওং ও ওই তিন শিশুকে নাগরিকত্বের কার্ড তুলে দেওয়া হয়। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর