রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পকে নিয়ে ‘পুস্তক-বোমা’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আরও একটি ‘পুস্তক-বোমা’ আসছে। এটির লেখক হোয়াইট হাউসের সাবেক গণসম্পর্ক কর্মকর্তা ওমারোসা নিউম্যান।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে হাতেগোনা কয়েকজন আফ্রিকান-আমেরিকানকে তাঁর হোয়াইট হাউসে চাকরি দিয়েছিলেন, তার অন্যতম ছিলেন ওমারোসা। তাঁর রিয়েলিটি শো ‘অ্যাপ্রেনটিস’-এর এই সাবেক সদস্য মাত্র কয়েক মাস সে দায়িত্ব পালনের পর গত বছর ডিসেম্বরে পদচ্যুত হয়ে হোয়াইট হাউস ত্যাগে বাধ্য হন। এখন সে পদচ্যুতির ‘প্রতিশোধ’ নিতে প্রস্তুত ওমারোসা। আগামী সপ্তাহে তাঁর লেখা হোয়াইট হাউসে নিজের স্বল্পকালীন কর্মজীবনের খোলামেলা গল্প, ‘আনহিঞ্জড’ প্রকাশিত হতে যাচ্ছে। এতে ওমারোসা দাবি করেছেন, ট্রাম্প একজন চূড়ান্ত বর্ণবাদী। অনেক সময়ই তিনি আফ্রিকান-আমেরিকানদের বিষয়ে কথা বলতে গিয়ে ‘নিগার’ শব্দটি ব্যবহার করেছেন।

সর্বশেষ খবর