শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জেরুজালেমে আরও ২০ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের

জেরুজালেমে আরও ২০ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা ইসরায়েলের

ইসরায়েল অবরুদ্ধ জেরুজালেমে ২০ হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির মতে, বেশিরভাগ বসতিই নির্মাণ হবে ইসরায়েল যেসব এলাকা দখল করে রেখেছে সেখানে। এতে ব্যয় হবে ৩৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে    ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। কিন্তু পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্র্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে স্থাপিত অবৈধভাবে নির্মিত বসতিতে প্রায় ৬ লাখ ইসরায়েলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ অ্যাখ্যা দিয়ে আসছে ইসরায়েল।

সর্বশেষ খবর