শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মাদকে যুক্তরাষ্ট্রে এক বছরে ৭২ হাজার মানুষের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের ফলে ৭২ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের  সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) প্রাথমিক তথ্যে এ চিত্র উঠে এসেছে। সিডিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে মাদক গ্রহণের ফলে মৃত্যুর হার ১০ শতাংশ  বেড়েছে। আর এই সংখ্যা দেশটিতে এইচআইভি, সড়ক দুর্ঘটনা ও বন্দুকের গুলিতে নিহত ব্যক্তির সংখ্যার তুলনায় অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, মৃতের সংখ্যা বৃদ্ধির বড় দুটি কারণ রয়েছে। প্রথমত, ব্যথানাশক হিসেবে অতিরিক্ত অপিয়য়েড ব্যবহার। আর দ্বিতীয়ত, অন্যান্য মাদক গ্রহণের দিকে আমেরিকান লোকজন দিন দিন বেশি ঝুঁকছে।

সর্বশেষ খবর