শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর

অস্ট্রেলিয়ায় বর্ণবাদ নিয়ে বিতর্কের মধ্যেই সিনেটের প্রথম সদস্য হয়েছেন একজন মুসলিম নারী। নাম মেহরিন ফারুকী। তার জন্ম পাকিস্তানে। সিনেটর হওয়ার পর বিবিসিকে তিনি বলেন, অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আমাদের এ বৈচিত্র্যের জন্য আরও শক্তিশালী হবে। বুধবার নিউ সাউথ ওয়েলসের গ্রিনস পার্টির এমপি হিসেবে সিনেটের একটি শূন্য আসনে নিযুক্ত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার আরেক নতুন সিনেটর ফ্রেশার অ্যানিং অভিবাসন নিয়ে ‘চূড়ান্ত একটি সমাধানে’ আসার আহ্বান জানিয়ে বক্তব্য দিয়ে নিন্দার মুখে পড়ার সময়েই মেহরিন ফারুকী মুসলিম নারী সিনেটর হলেন। আগামী সপ্তাহে শপথ নেবেন ফারুকী।

সর্বশেষ খবর