শনিবার, ১৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভারতে নতুন রাজ্যের দাবিতে আন্দোলন

ভারতে এবার উত্তর প্রদেশ ভেঙে ‘বুন্দেলখণ্ড’ নামের নতুন রাজ্য গড়ার দাবি উঠেছে। বুন্দেলখণ্ড এলাকাটি মূলত পাহাড়ি। এ অঞ্চলে শুরু হয়েছে জোরালো আন্দোলন। আন্দোলনকারীরা উত্তর প্রদেশের ৭টি জেলা ও মধ্যপ্রদেশের ৭টি জেলা নিয়ে গড়তে চাইছে পৃথক বুন্দেলখণ্ড রাজ্য। ভারতে এখন জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশ। ভারতে বড় রাজ্য ভেঙে ছোট ছোট পৃথক রাজ্য গড়ে তোলার আন্দোলনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও উত্তর প্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, বিহার ভেঙে ঝাড়খণ্ড এবং সর্বশেষ অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গড়ে তোলা হয়। এখন নতুন করে বুন্দেলখণ্ড রাজ্য গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে। ভারতে এখন রয়েছে ২৯টি রাজ্য। সঙ্গে রয়েছে আরও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল। সব মিলিয়ে এখন ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তবে শুধু বুন্দেলখণ্ড নয়, উত্তর প্রদেশ ভেঙে পৃথক আরও তিনটি রাজ্য গড়ার দাবি দীর্ঘদিনের। এগুলো হলো, হরিৎ প্রদেশ, পূর্বাঞ্চল ও আওয়াধ। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর