মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়ি বিক্রি করে দেবেন ইমরান

প্রধানমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়ি বিক্রি করে দেবেন ইমরান

জাতির উদ্দেশে প্রথম ভাষণে কৃচ্ছ্রতার ডাক দিয়েছেন ইমরান খান —ডন

সরকারি খরচ কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত গাড়িবহরের বেশির ভাগ গাড়ি নিলামে বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেটার তারকা থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া এই প্রধানমন্ত্রী আরও বলেছেন তিনি নিজের দাফতরিক কাজে ব্যবহারের জন্য ২টি গাড়ি রেখে বাকিগুলো বিক্রি করে দেবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কর্মকর্তার সংখ্যাও কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন তিনি। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে এ ঘোষণা দেন ইমরান খান। ইমরান খান সরকারের ব্যয় সংকোচন ও দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি ধনীদের কর দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ঋণের চাপ কমাতে দ্রুতই দেশজুড়ে কৃচ্ছ্রতা অভিযান শুরু করা হবে। জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ইমরান বলেছেন, ‘ঋণ নিয়ে জীবনযাপন ও অন্য দেশের কাছ থেকে সহায়তা নিয়ে চলার বাজে অভ্যাস করেছি আমরা। কোনো দেশ এভাবে উন্নতি করতে পারে না। একটি দেশকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে।’ পর্যবেক্ষকদের মন্তব্য মুদ্রা সংকট ও দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপড়েনসহ উত্তরাধিকার সূত্রে পাওয়া বেশকিছু সমস্যার মুখেও পড়তে হচ্ছে নতুন প্রধানমন্ত্রীকে। অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বেইলআউট’ সুবিধা পেতে আরেক দফা আবেদন করা লাগবে বলেও অনুমান আন্তর্জাতিক বিশ্লেষকদের। সংকট মোকাবিলায় নীতিগত পরিকল্পনা কী হবে, ভাষণে সে বিষয়ে কোনো ধরনের আলোকপাত না করলেও ইমরান কৃচ্ছ্রতা অভিযান পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ইশরাত হুসেনের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন। মুসলিম জঙ্গিদের হুমকির মুখে থাকা পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর জন্য এমন পদক্ষেপ ‘বেশ সাহসী’ বলে মন্তব্য রয়টার্সের। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আমার জনগণকে বলতে চাই, আমি সাধারণ জীবনযাপন করব, আমি আপনাদের অর্থ বাঁচাব।’

সর্বশেষ খবর